জামালপুর
পল্লী বিদ্যুৎ সমিতিবেলটিয়া,
জামালপুর।“নিয়ােগ বিজ্ঞপ্তি”
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্য
পদে লােকবল নিয়ােগ ও প্যানেল তৈরীর
নিমিত্ত বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিমােক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছেঃ ক্রঃনং
পদের নাম | বয়স সীমা | বেতন স্কেল । শিক্ষাগত/প্রয়ােজনীয় যােগ্যতা ও অভিজ্ঞতা।- ০১ ডাটা এন্ট্রি |২০-১২-১৯ খ্রিঃ | পবিস বেতন ক) এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম দ্বিতীয়
অপারেটর। তারিখে বয়স | কাঠামাে ২০১৬ বিভাগ অথবা সিজিপিএ ন্যূনতম ২.২৫ (৪.০০ এর মধ্যে) (মহিলাদের জন্য সর্বনিম্ন ১৮ বত্সর অনুযায়ী ১৮,৩০০/- অথবা সিজিপিএ ন্যূনতম ২.৫০ (৫.০০ এর মধ্যে) অথবা সংরক্ষিত)। - হতে সর্বোচ্চ ৩০ |
সমমান পাশ হতে হবে। বছর। তবে | ৩২,৭৪০/-এবং - (খ) ওয়ার্ড প্রসেসিং এ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার মুক্তিযোেদ্ধা । নিয়ম অনুযায়ী পরিচালনায় পারদর্শী হতে হবে। কোটায় ৩২ বছর বাড়ীভাড়া, চিকিৎসা গ) বাংলা প্রতি মিনিটে ন্যুনতম ২০ (বিশ) শব্দ ও ইংরেজী প্রতি পর্যন্ত।
ভাতা অন্যান্য। - মিনিটে ন্যূনতম ৩০ (ত্রিশ) শব্দ কম্পিউটারে টাইপ করতে ভাতাদি প্রাপ্য সক্ষম হতে হবে। হবেন। (ঘ) সম্পাদিত কার্যাদি সুবিন্যস্থ ও পরিস্কারভাবে উপস্থাপনের
দিক্ষতা থাকতে হবে। - ০২ ড্রাইভার ২০-১২-১৯ খ্রিঃ | পবিস বেতন ক) সাবলীলভাবে বাংলা পড়তে ও লিখতে জানতে হবে। T(পুরুষ)
তারিখে বয়স | কাঠামাে ২০১৬ | - খ) গাড়ী চালনার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা, সংকেত প্রতিপালন। সর্বনিম্ন ১৮ বৎসর | অনুযায়ী ১৬,৬০০/- এবং লগ বই পূরণে সক্ষমতা থাকতে হবে। হতে সর্বোচ্চ ৩০ | হতে
- গ) BRTA কর্তৃক প্রদত্ত হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স বছর। তবে L ২৯,৯০০/-এবং ](হালকা) থাকতে হবে। মুক্তিযােদ্ধা । নিয়ম অনুযায়ী
- ঘ) যে কোন সরকারী/আধা সরকারী/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বহৎ কোটায় ৩২ বছর বাড়ীভাড়া, চিকিৎসা
- জীভাড়া চিকিৎসা | শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে ০৫ বছরের গাড়ী চালানাে ও পর্যন্ত।
ভাতা অন্যান্য
রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (অভিজ্ঞতা ভাতাদি প্রাপ্য
Jড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণ্য হবে)। - প্রার্থীকে
[অবশ্যই সৎ, বিশ্বস্থ, কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। হবেন। - ঙ) সর্বশেষ ০৩ বছরের চাকুরীকালে বড় ধরণের দূর্ঘটনার কোন রেকর্ড নাই মর্মে অভিজ্ঞতা সনদ প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক
প্রদত্ত প্রত্যয়ন পত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে। অফিস সহায়ক |২০-১২-১৯ খ্রিঃ | - পবিস বেতন
- ক) কমপক্ষে এসএসসি অথবা সমমান পাশ হতে হবে।
তারিখে বয়স | কাঠামাে ২০১৬ | - খ) প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্থ, কর্মঠ ও উত্তম চরিত্রের । সর্বনিম্ন ১৮ বৎসর | অনুযায়ী ১৫,৫০০/-অধিকারী হতে হবে। হতে সর্বোচ্চ ৩০ হতে ২৭,৮৫০/-এবং
- গ) প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারীসহ । বছর। তবে । নিয়ম অনুযায়ী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। মুক্তিযােদ্ধা। |\ | বাড়ীভাড়া, চিকিৎসা
- ঘ) প্রার্থীকে বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কোটায় ৩২। ভাতা অন্যান্য |নিজস্ব বাই সাইকেল থাকতে হবে। বছর।
- ভাতাদি প্রাপ্য
হবেন। | জেলা কোটার প্রাপ্যতা না থাকায় জামালপুর, ঝিনাইদহ, বান্দরবন, দিনাজপুর, গাজীপুর, জয়পুরহাট, মাগুরা, মেহেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, পিরােজপুর, শেরপুর, টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা এবং অত্র সমিতির ভৌগলিক এলাকার (জামালপুর জেলার সকল উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা এবং উলিপুর উপজেলার আংশিক, | বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আংশিক, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আংশিক, সিরাজগঞ্জ জেলার কাজিপুর | - উপজেলার আংশিক, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার আংশিক) প্রার্থীদের আবেদন করার প্রয়ােজন নাই।
- আবেদনের শেষ তারিখঃ ০৫/১২/২০১৯খ্রি:। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- pbs.jamalpur.gov.bd
জেনারেল
ম্যানেজার জামালপুর পবিস।
1 Comments
Comment plz
ReplyDeleteThans for your comment.