করোনা নিয়ে যত ভুল ধারনার জবাব দিল বিশ্ব সংস্থা
দিন যতই যাচ্ছে ততই আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী করো না| বিশ্বের 198 টি দেশের অলরেডি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাস|প্রাণ কেড়ে নিয়েছে 22 হাজারের বেশি মানুষের আক্রান্ত হয়েছে প্রায় পাঁচ লাখের উপরে মানুষ|
এ ভাইরাস আতঙ্ক সৃষ্টি করেছে. ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ইউটিউব, যেখানেই চোখ রাখা যায় দেখা যায় ভাইরাস সম্পর্কে অনেক কিছু| মানুষকে একদম শেষ করে দিয়েছে ভাইরাস
গরম ও ঠান্ডা আবহাওয়া তে ছড়াতে পারে এ ভাইরাস?
এটা ঠিক যে অনেক সংক্রামক রোগ বিশেষ করে ফেলো, শীতকালের বেশি হয়. ডিসেম্বরে প্রথম যখন কোন ভাইরাস ছড়ায় তখন যেখানে তখন সেখানে বেশ ঠাণ্ডা ছিল. পরবর্তীতে যেসব দেশে এ ভাইরাস ধ্বংসযজ্ঞ শুরু করে সেগুলো বেশিরভাগই শীতপ্রধান দেশ তবে এর মধ্যেও কিছু গরম গরম প্রধান দেশ রয়েছে. কিছু কিছু গবেষণাতে দেখা গেছে যে গরম আবহাওয়া তে নতুন এই করোনাভাইরাস এর স্থায়ী অপেক্ষা কম|
তবে বিশ্ব সংস্থা বলেছে যে যেহেতু ভাইরাসটি নতুন যাচ্ছে না যে ভাইরাসটি কোন পরিবেশে বেশি ছড়ায় এবং কোন পরিবেশে’| কম ছড়ায় তবে গরমের আবহাওয়াতে এ ভাইরাসটি বেশিক্ষণ বাঁচতে পারে না| বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে এই ভাইরাস শীতপ্রধান আবহাওয়াতে বেশি ছড়ায়|
সুতরাং ডব্লিউ এইচ বলেছে, গরম পড়লেও আমরা আপনারা এটাকে এড়িয়ে যাবেন না সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন বারবার হাত দেবেন এবং চোখ মুখ কান পরিষ্কার রাখবেন আপনার সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করবেন|
শীতের দেশের বহু মানুষ মনে করেন যে ভারী বরফ করলে হয়তো করোনাভাইরাস টিকবে না এটা ভুল ধারণা| বাইরে তাপমাত্রা যতই বেশি থাকুক না কেন আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং 37 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এর তাপমাত্রা সুতরাং বিভ্রান্তিতে ভোগেন সাবধানতা অবলম্বন করুন এবং যথাসম্ভব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন|
গরম পানিতে গোসল করার উপায়?
না শুধু গরম পানিতে গোসল করলে ভাইরাস থেকে বাঁচা সম্ভব নয় বরঞ্চ বেশি গরম পানিতে গোসল করলে হিতে বিপরীত হতে পারে| গরম পানিতে গোসল নয় সাবান দিয়ে হাত ধুয়ে খেতে পারবেন তাই বেশি বেশি যত সম্ভব দিনে পাঁচ থেকে সাত বার সাবান দিয়ে হাত মুখ কান পরিষ্কার করবেন|
সামাজিক যোগাযোগমাধ্যমে একই পদ্ধতি অবলম্বন করার কথা বলা হচ্ছে| কিন্তু আসলে বলেছে যে স্বাস্থ্যকর খাবার যার ভেতর জীবানুনাশক কিছু উপাদান রয়েছে কিন্তু নতুন কাজ করবে| এটা কোন প্রমাণ পাওয়া যায় নাই তাই এই ধরনের মিথ্যা ধারণা মনের মত পোষণ করা ঠিক না|
মশার কামড়ে কি এ ভাইরাস পড়াবে?
এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে মশার কামড়ে ধরনের ভাইরাস ছড়াতে পারে| কারণ মশার কামড়ে ছড়ায় এমন রোগ হচ্ছে ডেঙ্গু| করোনাভাইরাস স্মরণের কয়েকটি মাধ্যম রয়েছে তা হল- হাসি, থুতু, হাতের স্পর্শ ইত্যাদি|
এখন যে ধরনের নিম্নের বাজারে রয়েছে সেগুলো নতুন এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না |কোন ভাইরাসের জন্য সম্পূর্ণ নতুন টিকেট চলছে এন্টিবায়োটিক দিয়ে কোন ভাইরাসের চিকিৎসা করা যাবে না|করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি কোন ব্যাকটেরিয়া তে আক্রান্ত হন তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে, কিন্তু এটা ঠিক না|
কোন ভাইরাসের কি ওষুধ এখনো আবিষ্কার হয়েছে?
এ পর্যন্ত নতুন কোন কোন ভাইরাস প্রতিরোধের ওষুধ আবিষ্কার হয়নি, তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর যেসব শারীরিক উপসর্গ দেখা দেবে সে উপসর্গ যেমন শ্বাসকষ্ট রোগীকে সাহায্য করতে পারেন| এখন পর্যন্ত সেটা এর চিকিৎসা. তবে আশার আলো দেখছেন কিছু বিজ্ঞানীরা| যারা গবেষণার মাধ্যমে ইতিমধ্য অনেকটাই এগিয়ে গেছেন কোন অফার আছে ওষুধ আবিষ্কারের জন্য|
তাই আমরা সকলেই সর্বদা সচেষ্ট থাকব এবং সকলকে সচেতন রাখার জন্য বা যারা এ ভাইরাস সম্পর্কে অবগত নয় তাদেরকে অবগত করবো| এবং সবদিক দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং আমরা সকলে মিলে আল্লাহ তায়ালার নিকট দোয়া প্রার্থনা করব, যেন আমরা খুব তাড়াতাড়ি ভাইরাস থেকে মুক্তি পেতে পারি|
0 Comments
Thans for your comment.